1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
October 7, 2024, 1:56 am

মানবিক কর্মকান্ডে চট্টগ্রাম এসোসিয়েশন অব কানাডা ইনক

  • প্রকাশিত : শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২
  • 147 বার পঠিত

কানাডা প্রতিনিধিঃ বিগত ২২ বছরের ধারাবাহিকতায় এ বছরও চট্টগ্রাম এসোসিয়েশন অব কানাডা ইনক মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে আয়োজন করে ফুড ড্রাইভ ও উইন্টার ক্লথস ডোনেশন। লোকাল কমিউনিটিতে সাহায্য কর্মসূচীর পুরো কর্মকান্ড আয়োজিত হয় চট্টগ্রাম এসোসিয়েশন ইউথ গ্রুপ এর সদস্যবৃন্দ কর্তৃক। বিপুল পরিমান শুকনো টিনজাত খাবার সহ প্রচুর পরিমান শীতের পোষাক Rouge Food Bank এর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম এসোসিয়েশন ইউথ গ্রুপ। সার্বিক কর্মকান্ড কোর্ডিনেট করেন ডাইরেক্টর ফৌজিয়া হোসাইন ফারাহ এবং সুনেহরা সারওয়ার। অংশ গ্রহন করে ইউথ গ্রুপের সদস্য সামীর সারওয়ার, নৈনিতা চক্রবর্তী, এসমিতা চক্রবর্তী, আবান রেজা নুর, মেহেক সিদ্দিকী, সালমা সারওয়ার রাইসা, আনিসা খান, এলিনা খান, ইসরাহ আহমেদ, ইনাইয়া আহমেদ, ইলিইয়া আহমেদ সহ অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সন্মানিত সভাপতি সরওয়ার জামান, সাধারন সম্পাদক সব্যসাচী চক্রবর্তী , ট্রেজারার সনৎ বড়ুয়া , ডাইরেক্টর কফিল উদ্দিন পারভেজ, ডাইরেক্টর আজাদ খান প্রমুখ। উপস্থিত সন্মানিত সাংবাদিকবৃন্দ সহ ক্লাইমেট চ্যানেল এর প্রধান সন্জয় চাকী উপস্থিত ইউথ গ্রুপ ও অন্যান্য কর্মকর্তা বৃন্দের ভিডিও সাক্ষাৎকার গ্রহন করেন। Rouge Food Bank এর পরিচালকবৃন্দ চিটাগং এসোসিয়েশন অব কানাডা ইনক এর এই মানবিক কর্মকান্ড কে উৎসাহ ব্যাঞ্জক এবং লোকাল কমিউনিটির পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । ইউথ গ্রুপের সদস্যরা আরো বেশী করে এই ধরনের মানবিক কর্মকান্ডে অংশ গ্রহন করবে এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park