করোনাভাইরাসে আক্রান্তে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এতো অল্প বয়সে বাংলাদেশে করোনায় শিশুর মৃত্যুর ঘটনা এটাই প্রথম বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। মৃত শিশুটির নাম তাওহীদ। সে কুষ্টিয়ার খোকসা উপজেলার জনৈক ওয়াহেদের ছেলে। এই মৃত্যুতে করোনার নতুন কোন সংক্রামণ আসছে কিনা তার সার্বিক বিষয়ে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক ও বিশেষজ্ঞদের অনুসন্ধান করতে বলেছেন।
এদিকে রামেক হাসপাতালের আইসিইউ করোনা ইউনিটের প্রধান ডা. মোস্তফা কামালের উদ্ধৃতি দিয়ে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, মৃত শিশুটির কিডনির সমস্যাও ছিল। কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে আসলে তার করোনার উপসর্গ দেখা যায়। এরপর তার নমুনা পরীক্ষার পর পজিটিভ রিপোর্ট আসে বলে জানান অধ্যক্ষ নওশাদ আলী।
অন্যদিকে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস শনিবার রাতে জানান, গত ২৬ এপ্রিল ৯ বছরের ওই শিশুটির নমুনা সংগ্রহ করা হয়। ২৯ এপ্রিল তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ দেখা যায়। এরপর ৩ মে শিশুটিকে আইসিইউ করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ এপ্রিল শুক্রবার শিশুটির মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে শিশুটির লাশ দাফনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, অল্প বয়সে শিশুটির মৃত্যুর কারণ হিসেবে শিশুটির কিডনির সমস্যাকে মূল বিষয় হিসেবে দেখা হচ্ছে। কারণ করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে যাদের বয়স বেশি, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিক, কিডনি, লিভার ও ফ্যাট বেশি মানুষেরা। তবে বিশ্বের অনেক দেশে ছোট বাচ্চা মারা যাওয়ার ঘটনা থাকলেও বাংলাদেশের রামেক হাসপাতালে এই প্রথম করোনায় কোনো শিশুর মৃত্যু হলো।