বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব।
আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় এই অভিযান শুরু হয়।
এর আগে আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান থানায় আরিফ বাকের নামে এক ভুক্তভোগী উভয়ের নামে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছেন।
২০১৮ সালের ডিসেম্বরে মোহাম্মদ রাসেল এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। লোভনীয় অফার দিয়ে তাদের ক্রেতা টানার কৌশল বাজারে সাড়া ফেলে দিয়েছে। তবে এতে অনেক ক্রেতাই অর্থ দিয়ে পণ্য পাননি।