ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএল) রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ভিভিএস লক্ষ্মণ। দ্রাবিড় টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব নেওয়ায় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদটি এতদিন খালি ছিল।
শনিবার (৪ ডিসেম্বর) কলকাতায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাধারণ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জাতীয় অ্যাকাডেমির প্রধান হিসেবে রাহুল দ্রাবিড় ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।
এবার নতুন নিয়োগ পাওয়া লক্ষ্মণের প্রথম কাজ হবে আসন্ন বিশ্বকাপের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে প্রস্তুত করা। আগামী ১৩ ডিসেম্বর থেকে লক্ষ্মণের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
এর আগে গণমাধ্যমের খবরে জানা গিয়েছিল, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এবং অন্য সিনিয়র কর্মকর্তারা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদের জন্য লক্ষ্মণকে উপযুক্ত বলে মনে করছেন। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও বেশ কয়েকটি উপলক্ষ্যে দেশের সাবেক ক্রিকেটারদের স্টাফের ভূমিকায় দেখার মনোবাসনা ব্যক্ত করেছেন।
লক্ষ্মণ সম্পর্কে বিসিসিআইয়ের এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, সৌরভ ও জয় শাহ দুজনই লক্ষ্মণকে ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের ভূমিকায় দেখতে চান। সে কারণে লক্ষ্মণই এই পদ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিলেন। এছাড়া ভারত কোচ দ্রাবিড়ের সঙ্গে তার সম্পর্কও খুব ভালো।
রাহুল দ্রাবিড় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে টিম ইন্ডিয়াকে কোচিং করাচ্ছেন। কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি বলেছিলেন, ভারতের ক্রিকেট বোর্ডের কোচ হওয়া নিঃসন্দেহে সম্মানের। আমি এই পদে নিযুক্ত হয়ে সম্মানিত। চেষ্টা করব এই ভূমিকায় ভালো কিছু করতে। রবি শাস্ত্রীর অধীনে দল অনেক ভালো ক্রিকেট খেলেছে। চেষ্টা করব সেই ধারা অব্যাহত রাখতে।
হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে নিয়োগ দিয়ে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, আরপি সিং ও সুলক্ষণা নায়েকের নেতৃত্বাধীন ক্রিকেট উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে রাহুল দ্রাবিড়কে ভারতের পরবর্তী হেড কোচ হিসেবে বেছে নিয়েছে।
দ্রাবিড় ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকেই টিম ইন্ডিয়ার দায়িত্বে আছেন। তার অধীনেই কিউইদেরকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া।