শতভাগ পাস ১৯৩৪ প্রতিষ্ঠানের। চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ হাজার ৯৩৪টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। আজ রোববার প্রকাশ করা এইচএসসি ও সমমানের ফল বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৭৩৬টি। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ৩টি ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৯৫টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
প্রসঙ্গত, চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল রোববার প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।