আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জেলেদের মাছ দরার সময় শ্রীলঙ্কার নৌবাহিনী তোদের উপর পাথর মারা হল । নৌবাহিনীর এই আক্রমণে ১ মৎস্যজীবী আহত হয়েছেন।ভারতীয় জেলেরা যানান তারা শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করেননি।
এই বিরোধের জেরে আহত হয়েছেন তামিলনাড়ুর রামেশ্বরমের এক মৎস্যজীবী। অতীতে বহুবার তামিলনাড়ু অভিযোগ করেছে, শ্রীলঙ্কা তাদের মৎস্যজীবীদের আটক করেছে, তাদের ট্রলার বাজেয়াপ্ত করে রেখেছে, তাদের অযথা হয়রানি করা হচ্ছে। শ্রীলঙ্কার সাংসদরাও বহুবার এই প্রসঙ্গ সংসদে তুলেছেন।
তারা বারবার সরকারের কাছে আবেদন জানিয়েছেন, মৎস্যজীবীদের এই হয়রানি বন্ধ করতে ব্যবস্থা নিক সরকার। শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করা হোক। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, ঘটনা বন্ধ হয়নি। ভারতের সঙ্গে অধিকাংশ প্রতিবেশীর সম্পর্ক এখন খারাপ। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বরাবরই খারাপ। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে চীন ও নেপাল।