মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়ে গেলো পাঁচ দশকে বিভিন্ন পেশায় নারীর অগ্রগতি, সমস্যা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা ও সম্মাননা সভা। মঙ্গলবার (৯ মার্চ) ডিআরইউ এর নারীদের প্রকাশনী কন্ঠস্বরের মোড়ক উম্নোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে।
ঢাকা রিপার্টার্স ইউনিটি আয়োজিত ‘পাঁচ দশকে বিভিন্ন পেশায় নারীর অগ্রগতি, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ এসময় আরও উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, বিশিষ্ট নারী নেত্রী রোকেয়া কবীর।
ডিআরইউ কতৃক সংগঠনটির সাবেক সহ সভাপতি মাহমুদা চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক শাহনাজ বেগম, নাদিরা কিরণ, আঙ্গুর নাহার মন্টি এবং বাংলা ভিশনের নিউজ এডিটর শারমিন রিনভীকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা নারীদের প্রতি সহিংসতা বন্ধ করা, ধর্ষণ নির্যাতন বন্ধে কঠোর আইন প্রয়োগসহ নারী বান্ধব কর্মস্থল নিশ্চিত করার আহ্বান জানান।