আর এক সপ্তাহ পরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে করোনার কারণে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। এই পর্বে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান আর রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে অংশ নিতে আজ রাতেই দেশ ছাড়ছেন এই দুই তারকা ক্রিকেটার।
আইপিএলে বাকি অংশে খেলতে বিসিবি এই দুই ক্রিকেটারকে অনুমতি দিয়েছে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর। প্রতিপক্ষ স্কটল্যান্ড। এর আগে গিয়ে কোয়ারেন্টিন শেষে সেখানে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। তাই সাকিব-মুস্তাফিজ কোনো একজনের দল ফাইনালে গেলে তিনি জাতীয় দলের অনুশীলন মিস করবেন।
তারপরেও আইপিএল হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাকিবদের জন্য প্রস্তুতির সেরা মঞ্চ। সাকিব নিজেও এই কথাই বলেছেন। তাছাড়া আগে যাওয়ায় পরিবেশের সঙ্গে দুজনেই দারুণভাবে খাপ খাইয়ে নিতে পারবেন। গত মার্চে ভারতের মাটিতে শুরু হয়েছিল আইপিএলের এবারের আসর। কিন্তু দেশটিতে করোনাভাইরাস বেড়ে যাওয়ায় ২৯ ম্যাচ পর টুর্নামেন্ট স্থগিত করা হয়।