অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হয়েছিলেন ম্যাচসেরা। টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করায় সিরিজসেরার পুরস্কারও উঠেছিল সাকিবের হাতেই। সেই সিরিজটা যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই কিউইদের বিপক্ষে শুরু করলেন সাকিব। ব্যাটে-বলে পারফর্ম করে হলেন ম্যাচের সেরা খেলোয়াড়।
সাকিবদের দারুণ পারফর্মে টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে কিউইদের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়।
নিউজিল্যান্ডের দেওয়া ৬১ রানের মামুলি টার্গেট বাংলাদেশ টপকে গেছে মাত্র ১৫ ওভারে। সাকিব আল হাসান ৩৩ বলে ২৫ রানের ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে সাকিব মেরেছেন দুটি বাউন্ডারি। এর আগে বল হাতেও বড় অবদান রাখেন তিনি। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে শিকার করেছিলেন দুইটি উইকেট।