1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 16, 2025, 5:47 am

সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের প্রচেষ্টায় থামলো আদমজী বিহারি ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ

  • প্রকাশিত : সোমবার, জুন ১৩, ২০২২
  • 482 বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উপজেলায় আদমজী বিহারি ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে পুলিশ ও র‍্যাবের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ থানা ঘেরাওকে কেন্দ্র করে হওয়া এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দুই পক্ষ থেকে বলা হয়েছে।ভোর সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে দুপুর পর্যন্ত।ফলে নারায়ণগঞ্জ- আদমজী- চিটাগাংরোড সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে আদমজী ইপিজেডে প্রবেশ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা।

আদমজী ক্যাম্পের বিহারিদের শক্ত অবস্থান ও ইটপাটকেল নিক্ষেপের ফলে এসময় সংঘর্ষ থামাতে ভোগান্তি পোহাতে হয় পুলিশ ও র‍্যাব সদস্যদের।পরে তারা স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতির মোবাইলে একাধিক বার ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ঘটনাস্থলে ছুটে আসেন এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নাঃগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল। তিনি আসার পরও বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং তাদের আটক আত্মীয়-স্বজনদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এ সময় সিরাজ মন্ডল উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত হতে বলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলাপ-আলোচনার মাধ্যমে গ্রেফতারের বিষয়টির সুষ্ঠু সমাধান করে দেয়ার আশ্বাস দেন। এসময় বিক্ষোভকারীরা তার ডাকে সাড়া দিয়ে তাদের আন্দোলন তুলে নিয়ে ক্যাম্পে ফিরে যান। সড়ক থেকে বিক্ষোভকারীরা সরে গেলে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হয়।

এ বিষয়ে কথা হলে র‍্যাব-পুলিশ সদস্যরা জানান, সকাল থেকেই চাষারা আদমজী সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। যার ফলে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কয়েক দফায় অনুরোধ করা হয় র‍্যাব-পুলিশের পক্ষ থেকে। কিন্তু তারা সরে না গিয়ে র‍্যাব-পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা করে। পরে অবস্থা বেগতিক দেখে নাসিকের সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল এর সহায়তায় বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।

এদিকে বিক্ষোভকারীরা সংঘর্ষ শেষে আদমজী বিহারী ক্যাম্পে চলে গেলে ঘটনাস্থলে আসেন বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতি, তার ঘনিষ্ঠ সহযোগী কিশোরগ্যাং লিডার সন্ত্রাসী আক্তার ওরফে পানি আকতার ও তার বাহিনী, মতির আরেক সহযোগী আশরাফ ও তার বাহিনীর লোকজন, তার ভাগ্নে মামুন ওরফে ভাগিনা মামুন।

এ সময় বিক্ষোভকারীরা কাউন্সিলর মতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিহারী ক্যাম্প থেকে চলে যেতে বলেন। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলেও হামলা চালায় ক্যাম্পের বিক্ষোভকারীরা। পরে অবস্থা বেগতিক দেখে লোকজন নিয়ে বিহারী ক্যাম্প থেকে সটকে পড়েন কাউন্সিলর মতি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন বিহারী জানায়, ক্যাম্পের ভোলা মেম্বার হ্যান্ড মাইকিং করে লোকজন জড়ো করে। এবং ইপিজেডের পকেট গেট, রেললাইন গেটে বাধা সৃষ্টি করে। ক্যাম্পের লোকজনকে জড়ো করে থানার দিকে পাঠায়। পরে তাকে থানায় ডাকা হলেও সে যায়নি।

তারা আরও জানায়, পুলিশের মামলায় যারা আসামী হয়েছে তাদের নাম দিয়েছে বিহারি ক্যাম্পের ভুট্ট, নাসিম মাস্টারের ভাই মাদকব্যবসায়ী তাসলিম, ভোলা মেম্বার, শাহজাদা। এরা প্রত্যেকেই ক্যাম্প এলাকায় কাউন্সিলর মতিউর রহমান মতির সহযোগী। ঘটনার সঙ্গে জড়িত ছিল না এমন মানুষদের নাম তারা পুলিশকে দিয়েছে বলে জানা যায়।

পুলিশ সুপার জায়েদুল আলম জানান, পুলিশের বিশেষ অভিযানে কিছু আসামী ধরা হয়েছিল। এ ঘটনায় তাদের লোকজন থানার সামনে এসে জড়ো। এ নিয়ে ঝামেলা হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। সিদ্ধিরগঞ্জ থানার এসআইকে মারধরের ঘটনায় গ্রেপ্তার অভিযান চালানো হয়েছিল কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু এসআইকে মারধরের ঘটনা নয়, ওই এলাকায় মাদব ব্যবসায়ি ও সন্ত্রাসীদের আস্তানা রয়েছে। সব মিলিয়ে অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত: শুক্রবার জুমআর নামাজের সময় খুদবার আগে সিদ্ধিরগঞ্জ থানার এস আই আজিজুল হক ইমাম সাহেবের কাছ থেকে মাইক নিয়ে মুসল্লিদের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ি, কিশোরগ্যাং, ইভটিজিং বিষয়ের পর বলেন, ভারতে মহানবীকে নিয়ে কটুক্তি করা হয়েছে। প্রতিবাদ হচ্ছে। ভারতের বিষয় ভারতে থাক। ভারতের বিষয়ে এখানে আমরা না আনি। প্রতিবাদ করবো কিন্তু যেন বিশৃংখলা না হয়। তার এই বক্তব্যকে কেন্দ্র করে তার উপর দফায় দফায় হামলা করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১২০/১২৫ জনকে আসামী করে মামলা দায়ের করে। পুলিশের দাবি, হামলার সময় মুসল্লি বেশে একটি মাদক ব্যবসায়ি গ্রুপ ও তাদের সহযোগিরা হামলার নেতৃত্ব দেয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park