মোশাররফ হোসেন: বাংলাদেশে দুর্গাপূজার সময় পূজা মন্ডপে হামলা, হিন্দুদের বাড়ি ও মন্দির ভাংচুর,নোয়াখালীতে হত্যা, লুটপাটের প্রতিবাদে কানাডা, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতিবাদ সমাবেশ, মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কানাডার টরনটোয় বাংলা টাউন খ্যাত ড্যানফোরথ এভিনিউ ও এলডন মোড়ে ঘরোয়া ও সুইচ বেকারি চততরে প্রতিবাদ সমাবেশ ও মানব্বন্ধন পালন করেছে সচেতন নাগরিক সমাজ, টরনটো ফিল্ম ফোরাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক আজিম উদ্দিন আহমেদ ও টরনটো ফিল্ম ফোরাম এর ছবি নির্মাতা এনায়েত করিম বাবুল, মনীষ রফিক এ সমাবেশের আয়োজন করেন।
এতে টরনটোর সাংবাদিক, কবি, সাংস্কৃতিককর্মী, রাজনীতিবিদ,মুক্তিযোদ্ধা, সাহিত্যিক,ব্যাবসায়ি,হিন্দু কালচারাল সেন্টার, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
তারা ঘটনার সংগে জড়িতদের কঠোর শাস্তি দেবার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসেরবিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ।
বিকেলে শূন্য ডিগ্রি তাপমাত্রায় মধ্যে নারী, পুরুষ, শিশু কিশোর তরুণ প্রজন্ম দলে দলে যোগ দেন এই সমাবেশে। করোনায় মধ্যে ও মানব্বন্ধন কর্ম সূচি শান্তি পূরণো ভাবে সমাপ্ত হয়েছে। কানাডার অপরাপর নাগরিকরা এ সমাবেশে এসে সংহতি প্রকাশ করেছেন।