বিনোদন ডেস্ক: তরুণ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় আলোচিত-সমালোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। সুশান্তের মৃত্যুর ঘটনায় তাকে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, পর পর দুইদিন রিয়াকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবারও (৮ সেপ্টেম্বর) ডাকা হয় এ বলিউড অভিনেত্রীকে। সেখানে দুপুরের পর তাকে গ্রেফতার দেখানো হয়। বিকালে তার ডাক্তারি পরীক্ষা হবে। এর আগের দিন সোমবার নিয়ন্ত্রণ ব্যুরোর জিজ্ঞাসাবাদে রিয়া বলেছেন, আমি যা কিছু করেছি, সুশান্তের হয়ে করেছি।
এদিকে শুক্রবার রাতে সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে।
এ ছাড়া গ্রেফতার রয়েছেন সুশান্তের সাবেক ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও কর্মচারী দীপেশ সবন্তক। খবরে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবির হেফাজতে তারা থাকবেন।