দীর্ঘ সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
ভোমরা কাস্টমস সূত্রে জানা গেছে, ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙা বন্দরে ২৫টি ট্রাকেরও বেশি পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। প্রতি ট্রাকে ২৫ থেকে ৩০ টন পেঁয়াজ আছে।
ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান জানান, গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকারের নির্দেশনায় পেঁয়াজ আমদানি বন্ধ হয়েছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর শনিবার বিকেল ৫টা পর্যন্ত বন্দর দিয়ে ৯টি ট্রাকে ২৪২ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ‘দীর্ঘদিন ভোমরা বন্দরে পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিকরা খুবই দুর্দশায় ছিল। ভারত থেকে পুনরায় পেঁয়াজ আমদানি হওয়ায় ভোমরা বন্দরে আবারও কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে। ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হওয়ায় বাজারে পেঁয়াজের মূল্য কমে আসবে বলে আশা করছি।’