মুক্তিযোদ্ধা ও বীরপ্রতীক হাবিবুর রহমান তালুকদার খোকা অসুস্থ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া চেয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
আজ রবিবার বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি বলেন, হাবিবুর রহমান গতকাল শনিবার বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ডায়াবেটিক ও অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ প্রফেসর ডা. তারেক মাহমুদ ভূঁইয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।