পথে পথে মৃত্যু মিছিল বন্ধে যথাযথ পদক্ষেপের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আকাশ-সড়ক-রেল ও নৌপথকে নিরাপদ এবং যাত্রী-মালিক-শ্রমিক অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড বুধবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে।
সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে ৪ মাসের পথ দুর্ঘটনার তথ্য প্রতিবেদন পাঠ করেন মহাসচিব শান্তা ফারজানা।
এ সময় বক্তব্য রাখেন সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, ইভানা শাহীন প্রমুখ।