1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
November 7, 2025, 9:52 am

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকার জমজমাট বিজয় উৎসব

  • প্রকাশিত : শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
  • 161 বার পঠিত

দূরবীণ ডেস্ক: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলোমনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা কতৃক আয়োজিত জ্যামাইকা নিউইয়র্কে এক মনোমুগ্ধকর আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ আশরাফউদ্দিন আহমেদ (সাবেক চেয়ারম্যান, লোক প্রশাসন বিভাগ, চঃ বিঃ), বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাদী হুসেন সাবেক সদস্য (এডমিন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদ আহমেদ এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নোমান সরকার, তাকে সহযোগিতা করেন প্রফেসর জাহাঙ্গীর শাহ নেওয়াজ ডিকেন্স। সভা শুরু হয় বাংলাদেশ আমেরিকার জাতীয় সংগীত বাজিয়ে এবং ১৩ জন বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্বর্ধনা মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারনের মাধ্যমে।

হল ভর্তী লোক সমাগমের মধ্যে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ আশরাফউদ্দিন আহমেদ বলেন, “দেশকে উন্নতির সোপানে পৌঁছে দিতে চাইলে সকল বিভাজন ভুলে মুক্তিযোদ্ধার চেতনাকে বুকে ধারন করে সকলে এক যোগে কাজ করে যেতে হবে বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা হাদী হুসেন বলেন, “আজ আমাদের জন জীবনে দেশ প্রেমের বড় অভাব। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক জাতীয় জীবনে দেশ প্রেমকে ছড়িয়ে দিতে পারলে বাঙ্গালী উন্নত জাতি হিসেবে গড়ে উঠবে

সভাপতি তার বক্তব্যে বলেন, “মুক্তিযোদ্ধাদের মূল চেতনা ছিল আসম্প্রদায়িক মূল্যবোধ। আসম্প্রদায়িক চেতনা জাতীয় জীবনে সকল স্তরে পৌঁছে দিতে পারলে প্রকৃত সোনার বাংলা বিনির্মাণের দিকে আমরা এগিয়ে যেতে পারব সভায় আরো বক্তব্য দেন প্রফেসর জাহাঙ্গীর শাহনোয়াজ ডিকেন্স, মোরশেদ আলম, মীর হুসেইন, সামছুদ্দিন আজাদ, বিষ্ণু গোপ, আবুতালেব চৌধুরী, সারোয়ার চৌধুরী, আনোয়ারুল করিম, পরেশ সাহা, নোমান সরকার প্রমুখ।

মনোমুগ্ধকর গীতি আলোখ্যলাল সবুজের মুক্তির বিজয়সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানেন সভাপতি মাহমুদ আহমেদ।

গীতি আলোখ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর বিষ্ণু গোপ, জিগর জাহান, মিলি সরকার, সঙ্গিতাঙ্গনের শিল্পীবৃন্দ ছন্দ বিনতে সুলতান, ফুলু রায় চৌধুরী, হাসান মাহমুদ, সৈয়দ আছিফ, নোমান সরকার, সাইদা পারভিন পলি, জাহাঙ্গীর শাহনোয়াজ ডিকেন্স, মামনুলুল হক আরো অনেকে।

কবিতা আবৃতি করেন, প্রফেসর জাহাঙ্গীর শাহনোয়াজ ডিকেন্স, ছন্দ বিনতে সুলতান, সুচরিত দত্ত, সাইদা পারভীন, কায়সর আহমেদ, গোলাম মোস্তফা, কিরন কবির প্রমুখ।

অনুষ্ঠানের ভিডিও দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন:

https://www.facebook.com/100002262397409/videos/pcb.8837864129632246/883935323899718

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park