দূরবীন ডেস্ক: ক্রীড়া সাহিত্যিক ও কলাম লেখক অঘোর মন্ডল চলে গেলেন۔۔۔۔
আর তোমার অনুসন্ধানী লেখা ও যৌক্তিক টক শো ,আদর্শিক সাংবাদিকতা দেখা হল না। ও আলোর পথ যাত্রীদের শোভাযাত্রার ডাকে ইহলোক ছেড়েছেন আমাদের অঘোর মনডল। বাংলাদেশের নক্ষত্রের পরপারে যাত্রা,৫৮বছরে।
বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে কিডনিবিষয়ক জটিলতায় চিকিৎসাধীন অবস্থাতেই মারা গেছেন। ডেংগুতে আক্রান্ত হয়েছিলেন মৃত্যুকালে দুই কননা , সহধরমিণী সহ সতীর্থ ও গুনগেরাহিদের রেখে গেছেন। সন্ধ্যার পর পুরানো ঢাকার শশানে তাকে পারিবারিক ভাবে দাহ করা হয়েছে বলে জানিয়েছেন তার কননা।
আজকের কাগজ, ভোরের কাগজ, এটিএন নিউজ, চেনেল আই, দীপ্ত টিভি,বৈশাখী মিলে ক্রীড়াংগনের আলো দেশে বিদেশে ছড়িয়েছেন।বিভিন্ন টেলিভিশনের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
তাইতো বাংলাদেশের পথিকৃৎ ক্রিকেট সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেছেন, আমাদের নিত্যদিনের ক্রীড়াংগনের আলোচনার একজন দিশারীকে হারালাম।
বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্যের সাংবাদিক, লেখক,খেলোয়াড় ,সংগঠক , কোচ ,ধারা ভাষ্যকার,সবাই তার মৃত্যুতে শোক বিহ্বল। তার দিকনিরদেশনা মূলক লেখা ও আলোচনা শোনা হবেনা। অঘোর মনডল এর লেখা ও টিভির আলোচনা নিয়ে সংকলন করার উদ্যোগ নেয়া হলে সবাই উপকৃত হবেন।
অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ ২৪ডট কম তার মৃত্যুতে গভীর মর্মাহত। তার আত্মার শান্তি কামনা করছে। পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছে।