বলনা কি এমন করছি দোষ!
আগের মতো নাওনা খোঁজ?
হারিয়েছো তুমি কোথায় মন,
প্রতিদিন আর দাওনা ফোন?
ধরেছ তুমি কার আঁচল,
ভালবাসায় ধরছে ফাঁটল?
কেড়ে নিয়ে আমার সুখ,
কার বুকেতে লুকাও মুখ?
ভেঙে দিয়ে আমার বিশ্বাস,
কার বুকে ছাড়ো নিঃশ্বাস?
করে দিয়ে আমায় অচল,
কার জমিনে ফোঁটাও ফসল?
আমার গগনের হয়ে তারা,
কারে তুমি দাও পাহাড়া?
আমায় তুমি করে নিরাশ,
কার অন্তরে করো বিরাজ?
কার বাগানের হয়ে অলি,
ভুলে গেছো তুমি চেনা গলি?
একলা একা করে দিয়ে তুমি,
কার অধরে ওগো দাও চুমি?
মনের ভিতর দিয়ে দুঃখ,
পাবে কি খুঁজে স্বর্গ সুখ?