1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 19, 2025, 11:40 pm

একদিনে বরিশালে ১৪ মৃত্যু, আক্রান্ত ছাড়িয়েছে ৪০ হাজার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ১২, ২০২১
  • 319 বার পঠিত

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জনই বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। এতে করোনায় সাতজন ও করোনা উপসর্গ নিয়ে সাতজন মারা যান। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৫৭৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত একদিনে বিভাগে নতুন করে ৩৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ১২৬ জন, পটুয়াখালীতে ৫৮, ভোলায় ১১৮, পিরোজপুরে ৩২, বরগুনায় ২৭ ও ঝালকাঠিতে ১৬ জন।

এ নিয়ে বরিশাল বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৪০ হাজার ১১৯ জন।

এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২০৪ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৬৬ জন করোনা পজিটিভ। এ ছাড়া একই সময়ের ব্যবধানে সেখানে ২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park