একটা ধর্মের দোকান দেবো
অতঃপর কথা বেচবো
একটা মানবতার দোকান দেবো
অতঃপর কথা বেচবো
একটা অজুহাতের দোকান দেবো
অতঃপর কথা বেচবো
একটা রাজনীতির দোকান দেবো
অতঃপর কথা বেচবো
একটা সংবাদের দোকান দেবো
অতঃপর কথা বেচবো
কথার চেয়ে দামি কোনো
অর্থনীতি নেই
কথার চেয়ে দামি কোনো
রেস্টুরেন্ট নেই
কথার চেয়ে দামি কোনো
চিকিৎসক নেই
কথার চেয়ে দামি কোনো
কুটনীতিক নেই
কথার চেয়ে দামি কোনো
জাদুকর নেই
অতএব আমি কথা বেচেই
পৃথিবীকে মুঠোবন্দি করবো।