মোশাররফ হোসেন: করোনাকে জয় করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক এর বনভোজনে আনন্দ বন্যা দেখা গেল আজ। টরনটোয় এডামস পার্কে ৩৭ ডিগ্রি তাপমাত্রা ও বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস উপেক্ষা করে চবিয়ান কানাডার বনভোজন মিলনমেলায় পরিনত হয়েছিল।
দিনভর বাহারি খাবার, নাচ গান, খেলা, সৃতি জাগানিয়া আড্ডা সবাইকে মোহাচছননো করে রাখে।
সহপাঠীদের দীর্ঘ কাল পর কাছে পেয়ে অনেকে।আবেগে আপ্লুত হয়ে পড়েন।
বনভোজনে সবাইকে সাগত জানিয়েছেন সভাপতি ডঃ এ এম তোহা , সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বনভোজন আহ্বায়ক জসিমউদ্দিন । বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক কাজী সদরুল হক, ডঃ শাহাদাত হোসেন খান কিশোর কিশোরীদের মেধা প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ।
খেলা পরিচালনা করেন জহির ও ডঃ হুমায়ুন কবির ।
তবে সাজজাদ হোসেন এর পরিচালনায় গান ও নাচ সবাইকে মাতিয়ে রাখে।
চমকে দেয় এবারের পরিচ্ছন্ন ও সুন্দর আংগিকে প্রকাশিত সদস্যদের পরিচিতি ম্যাগাজিন । শাটল ট্রেন নামে ম্যাগাজিনের প্রচ্ছদে বিশ্ববিদ্যালয়ের ছবি ও কানাডার সিএন টাওয়ার কমপোজিশন মিলে উপস্থাপনা সবার দৃষ্টি আকর্ষণ করেছে ।কানাডার পোরোধানমনতিরি জাস্টিন টুরোডো, প্রিমিয়ার ডাগ ফোর্ড, টরনটোর মেয়র জন টরি, বাঙালি এমপিপি ডলি বেগম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে র উপাচার্য ডঃ শিরিন আকতার, এর শুভেচ্ছা প্রদান এর গুরুত্ব বৃদ্ধি করেছে।
সকালের নাস্তা, মধ্যাহ্ন ভোজ ,আবার বিকেলে তৃষ্ণা মেটাতে তরমুজ, গোলাপ জাম, বেলা বিস্কুট চা ,কোমল পানীয় মিলে তৃপ্তির ঢেকুর তুলে সবাই খেলায় অংশ নেন । ফুটবল কিক , মহিলাদের সুরের মূর্ছনায় বালিশ চালনা ছিল জমজমাট ।
খেলা ও রাফেল ডোরো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অধ্যাপক কাজী সদরুল হক , ডঃ শাহাদাত হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া, অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ এর সমপাদক ও প্রকাশক মোঃ মোশাররফ হোসেন , সহ সংগঠনের কর্ম কর্তাবৃনদ।
তবে “আগে কী সুন্দর দিন কাটাইতাম,, ছিনার ভিতর বাঁধি রাইককম তোয়ারে ,, ও ননাই রে ,,গানের সাথে নাচে অংশ নেন অনেক ছাত্রছাত্রী ।।এর রেশ কাটতে না কাটতে ,আনন্দ অবগাহনের মধ্যে নীড়ে ফেরেন সবাই ।
আবেগের মধ্যে বিদায় নেন সকলে।আবার দেখা হবে টরনটোয ভিন্ন অনুষ্ঠানে ।