মোশাররফ হোসেনঃ ল্যানসেট-এর সাম্প্রতিক গবেষণা বলছে বর্তমানে করোনা ভাইরাস বাতাসের মাধ্যমেও ছড়াচ্ছে –
ল্যানসেট রিপোর্ট অনুযায়ী –
SARS-CoV-2 এর বায়ুবাহিত সংক্রমণের সমর্থনে দশটি বৈজ্ঞানিক কারণ –
১. আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তিকে সংক্রমণ।
২. দূরবর্তী অবস্থানেও সংক্রমণ ছড়ায়।
৩. ৫৯% ভাইরাস ছড়াচ্ছে উপসর্গহীন ব্যক্তিরা, যার মাধ্যম বাতাস।
৪. উন্মুক্ত স্থানের তুলনায় আবদ্ধ জায়গাতেই বেশি ছড়াচ্ছে এই ভাইরাস।
৫. সম্মুখ সারির যোদ্ধাগন স্বাস্থ্যবিধি মেনেও আক্রান্ত হয়েছেন।
৬. গবেষণা বলছে অন্যান্য রোগের চেয়ে কোভিড আক্রান্ত ব্যক্তি আবদ্ধ স্থানে থাকলে সেখানে সংক্রমণ বেশি হয়।
৭. হাসপাতালে থাকা রোগীরাও বাতাসের মাধ্যমে সংক্রমণ বেশি ছড়ায়।
আরও পড়ুনঃ
৮. বাতাস চলাচল করতে পারে এমন আলাদা জায়গাতে পাশাপাশি দুই প্রাণীকে রাখার পর এক প্রাণী থেকে অন্য প্রাণী আক্রান্ত হয়েছে।
৯. বাতাসই একমাত্র সংক্রমণ ঘটায় – এই সিদ্ধান্তে এখনই আসা যাবে না, এই সংক্রমণ নির্ভর করে ভাইরাসের সংক্রমণ সক্ষমতার উপর।
১০. গবেষণায় দেখানো হয়েছে যে, সংক্রমণ ছড়ানোর অন্যান্য উপায়গুলো কম কার্যকর।
অতএব, স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক পরার ক্ষেত্রে আরও সচেতন হোন।