মোশাররফ হোসেন: ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জালো..আগুন জালো । অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ এর পক্ষে সম্পাদক ও প্রকাশক মোঃ মোশাররফ হোসেন ও পরিবার ইংরেজি নববর্ষে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।
কোভিড ১৯ আজও বিশ্ব থেকে মুছে যায়নি । চতুর্থ মাত্রা দেবার পরও নতুন বছরে দেখা দিয়েছে নতুন ভেরিয়েন্ট। মৃত্যু হয়েছে ৬৬ কোটি মানুষের। সর্বাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এখন আবার চীন, দক্ষিণ কোরিয়াতে নতুন ভেরিয়েন্ট শুরু। দ্রুত ছড়িয়ে পড়ায় জাতিসংঘ সতর্কতা জারি করেছে ।
কানাডাতে আবার সতর্কতা। যুক্তরাষ্ট্রের সংগে সড়ক পথে যাতায়াত কঠিন সময় পার করছে। তুষার ঝড়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় শীতের তীব্রতা এখনও কাটেনি । টরেন্টোয় মাইনাস থেকে প্লাস হলেও এখন টানা বৃষ্টি।
আজ ২০২২ বর্ষ বিদায়। নিউইয়র্কের টাইমস স্কোয়ার, টরেন্টোর নাথাল ও ডানডাস স্কোয়ার, প্যারিসের আইফেল টাওয়ার, যুক্তরাজ্যের লন্ডন আই , অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস, কাতারের বূরজ আল খলিফা, সিংগাপুর, ব্যাংকক সহ বিশ্বজুড়ে আতশবাজির উৎসবে মেতে উঠবে। রাতে খোলা থাকবে সকল পানীয়ের রেস্টুরেন্ট। টরেন্টোয় ট্রেন চলবে সারারাত। এতে টিকেট লাগবে না।বাংলাদেশেও বর্ষ বিদায উৎসব পালন করা যাবে রেস্টোরেন্টে। খোলা রাস্তায় নয়।
গেল বছরে বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশ্ব উৎসবে মেতেছিল কাতারের দোহা। আর্জেন্টিনা কাপ জিতেছে।
ফুটবল রাজা পেলের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশের বড় অর্জন নিজ অর্থায়নে পদ্মা সেতু ও ঢাকায় মেট্রো রেল উদ্বোধন। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। শিগগিরই আসছে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবধু টানেল। পায়রা সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র, রামপাল কয়লা বিদ্যুত কেন্দ্র, মাতার বাড়িতে বায়ু বিদ্যুত, তাপবিদ্যুত, গভীর সমুদ্র বন্দরের কাজ চলছে। কক্সবাজার বিমান বন্দর ও রেলপথের কাজ চলছে । নতুন জীবনের যাত্রা শুভ হোক মানুষ মানুষের জন্য কাজ করে এগিয়ে যেতে হবে ।বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। এসব উদ্যোগ নিয়েছে সরকার। দূরবীণ সব সময় জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে ।