ভারতে মহামারি করোনাভাইরাসের প্রভাব যেন কমছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৪৩৮ জন। আজ মঙ্গলবার (৪ মে) এ খবর প্রকাশ করেছে বিজনেস স্ট্যান্ডার্ড।
জানা যায়, এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৫৪৩ জনে। মৃত্যু হয়েছে ২ লাখ ২২ হাজার ৩৮৩ জনের।
মৃত্যু না কমলেও গত কিছুদিনের তুলনায় সংক্রমণ কমতে শুরু করেছে বেশ কিছু রাজ্যে। এর মধ্যে উল্লেখযোগ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ড প্রদেশ।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা মুম্বাইতে নতুন করে ২ হাজার ৬২৪ জন শনাক্ত হয়েছেন। যা গত ৫ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।