এক অক্ষরে একটি শব্দ মা
তার মতো আপন কেউ হয় না।
মা মধুর এমনই এক পরশমণি,
তার আঁচলে ভরা স্নেহর খনি।
মায়ের বুকে আছে আদর ভালোবাসা,
নিজের সাধ আহলাদ ছেড়ে দেয়
পূরণ করতে সন্তানের আশা।
মা অনেক দুঃখ কষ্টের মাঝে,
সন্তানকে বুকে আগলে রাখে।
স্রষ্টার স্বর্গীয় দান মা জননী,
তার মতো হয় না কেউ দরদী!
মা এমন-ই এক প্রাণ স্বজনী,
সন্তানের জন্য কাঁটায় বিনিদ্র রজনী।
পূরণ করতে মা সন্তানের দাবি,
জীবন বিসর্জন দিতে ও রাজি।
মা হয় না কখনো স্বার্থবাদী,
পায়ের নিচে বেহেশতের চাবি।
মায়ের ঋণ শোধ করার মতো
পৃথিবীতে কারো নাই ক্ষমতা,
মায়ের হৃদয়টা আকাশ সমতুল্য
সেখানে আছে শুধু আদর মমতা।
শোন বলি সবাইকে একটি কথা,
মায়ের মনে দিয়ো না দুঃখ ব্যথা।
করো সবে মাকে শ্রদ্ধা ও ভক্তি,
পরকালে পেতে চাও যদি মুক্তি!
মা জননী জাদুর সোনার কাঠি,
পরশে কষ্ট ধূয়ে হয়ে যায় মাটি।
মায়ের মুখের শিখানো ধ্বনি
দিয়ে প্রথম সবাই কথা বলি।