1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 10, 2025, 11:11 am

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪
  • 118 বার পঠিত
টরনটোর ডেনটোনিয়া পার্কের স্থায়ী শহীদ মিনার

মোশাররফ হোসেন: বিশ্বজুড়ে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন বাংলাদেশের মানুষ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন নিউইয়র্ক, টেক্সাস, নিউজারসি কানাডার টরনটো  অটোয়া, মনটিরিয়াল, সাসকাচুয়ান, কেলগেরি, এডমনটন, যুক্তরাজ্যের লন্ডন, মানচেসটার, বার্মিংহাম, অস্ট্রেলিয়ার সিডনি, মেলবর্ন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব,  পেরিস , রোমসহ বিভিন্ন দেশে স্থায়ী ও অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ অর্পণ করেন বাঙালিরা। বাংলাদেশ দূতাবাসে পালন করা হয়েছে মহান একুশ।

তবে নিউইয়র্ক ও  টরনটো , লন্ডন, পেরিসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমুহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।

নিউইয়র্কে চট্টগ্রাম, ঢাকা , জাহাঙ্গীরনগর, কৃষি, প্রকৌশল বিশ্ববিদ্যালয় সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠান করে জামাইকার পানশি রেস্তোরাঁতে । এখানে নিউইয়র্ক বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা সহ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

টরনটোর ডেনটোনিয়া পার্কের স্থায়ী শহীদ মিনারে রাত ১২টা এক মিনিটে পুষ্পারঘ অর্পণ করেন কানাডা ফেডারেল সরকারের মন্ত্রী বিল বেলেয়ার, টরনটো বাংলাদেশ কনসুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ফাহমিদা সুলতানা, ফেডারেল এমপি নেথানিয়াল এরিসকিন ইসমিত, এমপি ডলি বেগম, সিটি কাউন্সিলর বেরাডফোরড প্রমুখ। এরপর বাংলাদেশ আওয়ামীলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদ, বিএনপি, চিটাগাং এসোসিয়েশন, চট্টগ্রাম সমিতি, সিলেট, টাঙ্গাইল, বিয়ানীবাজার, বরিশাল, খুলনাসহ বিভিন্ন জেলা এসোসিয়েশন, বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, ঢাকা, জাহাঙ্গীরনগর, প্রকৌশল, কৃষি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, টরনটো ফিল্ম ফোরাম, উদীচিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পারঘ অর্পণ করেন।

 

 

 

 

 

 

 

টরনটোর ডেনটোনিয়া পার্কের শহীদ মিনারে শীত উপেক্ষা করে বাঙালি নারী পুরুষ, শিশু কিশোর যুবক যুবতী জনতার ঢল নামে একুশের প্রথম প্রহরে ।

সকলের কন্ঠে ছিল একুশের ভুবনমোহন গান,  আমার ভাইয়ের  রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি.. আমি কী ভুলিতে পারি..।। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা..  ওরা আমার  মুখের কথা কাইরা নিতে চায়..।

 

 

 

 

 

 

 

 

অন্যদিকে নিউইয়র্কের সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর সভাপতি মাহমুদ আহমেদ সভাপতিত্ব করেন। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেনস ( প্রধান সমন্বয়কারি), ফেরদৌস খান(ঢাবি), সামসুদদিন আযাদ (চবি), মোরশেদ আলম (ঢাবি), রাশেদ আল জুনায়েদ জাফরী (জাবি), আবু নোমান সরকার (চবি), মাযহাব ইসলাম মিরন (জাবি), বিষ্ণু গোপ (আহ্বায়ক)

বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ইউনেসকোর কাছে আবেদন করেছিলেন কানাডা প্রবাসী বাঙালি রফিকুল আলম। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  উদ্যোগে শিক্ষামন্ত্রী এইচ কে সাদেক  জাতিসংঘের ইউনেসকোতে সরকারিভাবে চিঠি দিয়ে এটা বাস্তবায়ন করেন।

এবারে জাতিসংঘে বাংলা ভাষাকে স্থায়ী দাপতরিক ভাষা হিসেবে কার্যকর করার জন্য বাংলাদেশ সরকার উদ্যোগ নিচ্ছে বলে শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park