মোশাররফ হোসেন : মহাদুর্যোগ করোনায় মুসলিম বিশ্বজুড়ে ঈদউল ফিতর আসছে বৃহস্পতিবার ও শুক্রবার । সংযমের মাস রোজার শেষে এল খুশির ঈদ। সৌদিআরবসহ মধ্যপ্রাচ্য ও আমেরিকা ,ইউরোপজুড়ে বৃহস্পতিবার এবং বাংলাদেশসহ অন্যান্য দেশে শুক্রবার মুসলিম সম্পধদায় এ উৎসব পালন করবে । দূরবীন অনলাইন নিউজ পোর্টাল এর পক্ষ থেকে আমরা সকল শুভানুধ্যায়ি ও লেখক , বিজ্ঞাপনদাতাদের জানাই ঈদের শুভেচ্ছা ।
মহাদুর্যোগ করোনার তৃতীয় ঢেউ চলছে বিশ্বজুড়ে । তার ভেতর মুসলিমরা রোজা রেখে মহান আল্লাহর কাছে করোনা হতে মুক্তির জন্য বিশেষ আবেদন করেছে । অন্যান্য ধর্মাবলম্বীরাও বিশেষ আবদন করে চলেছে । পাশাপাশি করোনা টিকা চলছে সারা বিশ্বে ।এ মহাবিপদে শুধু টিকা কী মানুষের জীবন রক্ষা করতে পারবে ? অনুজীবিজ্ঞানীরা বলেছেন ,না সেটা সম্ভব নয়। যদি মানুষ ̄স্বাস্থ্যবিধি মেনে না চলে তাহলে করোনাকে পরাজিত করা কঠিন হয়ে পড়বে ।
বদলে গেছে জীবনযাপন । স্বাধীনভাবে অহেতুক ঘোরাঘুরি করলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে। জেনে শুনে বিষপান করা যায়না । নিজে বাঁচুন ,মানুষকে বাঁচতে দিন। মনে রাখবেন “এ লড়াই বাঁচার লড়াই ,, এ লড়াই মরণজয়ী” করতে হবে ।মানুষ মানুষের জন্য ।
বাংলাদেশে এবারের ঈদে যাতায়াতে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে নিম্নবিত্তের মানুষ হরেকরকম যানবাহনে ঝুঁকি নিয়ে দেশের বাড়ি গেছেন । এটা কেন হয়েছে ? কারন ঢাকায় শুধু কাজের জন্য বসবাসকারি এসব মানুষ তাদের পরিবারের সথে ঈদ করতে সবসময় নিজ বাড়ি যায়।বিষয়টি সংকৃতিতে রূপ নিয়েছে । এটা নাড়ির টান । তারা করোনাকে জয় করে এটা করেছে । তবে তারা গ্রাম ও শহরের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিয়েছেন। এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলাচলের ব্যবস্থা করা যেত ।যদিও ব্যাক্তি গাড়িতে চড়ে অনেক মানুষ দেশে ঈদ করতে গেছেন । কোনটাই এখন কাম্য নয় ।
এলাকাভিত্তিতে ঈদকে উৎসবে পরিনত না করে ঘরে ঘরে ঈদ পালন করুন ।আধুনিক যুগে জুম লিংক করে, বিশ্বজুড়ে পারিবারিকভাবে ঈদ আনন্দ উৎসব করুন । সকলে মিলে ভাল থাকবেন ।মহাবিপদে মানুষের জীবন বাঁচাতে হবে । এটা শুধু সরকারের দায়িত্ব নয়, নাগরিকদের কর্তব্য ।