আর্স্তজাতিক নারী দিবস উপলক্ষে আজ অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সুনীতি প্রকল্পের উদ্দ্যোগে সকাল বেলায় রাজধানীর হাতির ঝিলে আলোচনা সভা ও সুনীতি প্রকল্পের গৃহকর্মীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আর্স্তজাতিক নারী দিবস এর এবারের প্রতিপাদ্য বিষয়- “নারীর সম অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিেিয়াগ”। সভায় সূচনা বক্তব্য রাখেন রাজশ্রী গায়েন ও তুষার সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শিরীন আখতার। সভায় আর্স্তজাতিক নারী দিবস এর মূল প্রতিপাদ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মাহমুদা সুলতানা, পরিচালক, কর্মসূচী অক্সফ্যাম ইন বাংলাদেশ, সভায় আরো বক্তব্য রাখেন আফরোজা ডালিয়া, হেড অব এইচআর ও এডমিন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), আনোয়ারুল ইসলাম রিজিওনাল ম্যানেজার ইউসেপ বাংলাদেশ, গৃহকর্মী কুলসুম বেগম, শারমিন আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠার উপস্থাপনা করেন ফারহানা আফরিন তিথি ও রাজশ্রী গায়েন।
আলোচনায় শিরীন আখতার বলেন, গৃহকর্মীরা বেশির ভাগ নারী, আজকে নারী দিবসে গৃহশ্রমিকের জন্য যে নীতি রয়েছে তা স্বীকৃতির মাধ্যমে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হোক, সেই সাথে নারীর সমঅধিকার প্রতিষ্ঠিত হোক।
মাহমুদা সুলতানা, স্বাগত বক্তব্যে বলেন, নারীরা আজও বঞ্চিত সমাজের সকল পর্যায়ে, নারীরা এখনও পিছিয়ে আছে, নারীর সম অধিকার প্রতিষ্ঠিত হোক।
আফরোজা ডালিয়া, হেড অব এইচআর ও এডমিন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বলেন, নারীরা পিছিয়ে আছে, সেই সাথে আমাদের গৃহকর্মীরাও অধিকার বঞ্চিত। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আজকের নারী দিবসের সমাবেশ সফল হোক।
আনোয়ারুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার ইউসেপ বাংলাদেশ বলেন , শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার হোক, বেতন, কর্মঘন্টা, ছুটির ব্যবস্থা করা হোক।
গৃহকর্মী কুলসুম বেগম বলেন, নারীর সমান অধিকার চাই, শ্রমিক হিসেবে স্বীকৃতি চাই।
গৃহকর্মী শারমিন আক্তার বলেন, আগে সম্মান পেতাম না , বুয়া বলে ডাকত, আমাদের কর্মঘন্টা নাই, আমাদের সুযোগ ও দাবী প্রতিষ্ঠিত হোক।
সভায় সূচনা বক্তব্য এর পর গৃহকর্মীদের পরিবেশনায় উদ্বোধনী নৃত্য পরিবেশিত হয়। আলোচনা সভা শেষে গৃহকর্মীদের পরিবেশনায় নাচ, গান, নাটিকা ও লাঠি খেলা পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি।